Wednesday, November 28, 2007

প্রলয়ঙ্করী সাইক্লোন সিডর

Title of this post: The cyclone sidr by Irin Sultana

সাইক্লোন, যা একটি ভয়ঙ্কর রূপ মানুষের জন্য, প্রকৃতির জন্য, যাবতীয় জীবনের জন্যএকবার আঘাত হানলে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়এটি বিভিন্ন রূপ নিয়ে আসেসিডর সাইক্লোন প্রকৃতি ধবংসের এক ভয়ঙ্কর রূপ যা সম্প্রতি বাংলাদেশে আঘাত হেনেছেএর ফলে হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি, আত্বীয়-স্বজন, সহায় সম্পদমানুষ হারিয়েছে তাদের সর্বস্ব আর প্রকৃতি হারিয়েছে তার সৌন্দর্যএই সিডররূপি হারিকেন প্রধানত এর শীতল হাত বাড়িয়েছে চট্টগ্রাম, খুলনা, বরগুনা এবং বাংলাদেশের অন্যান্য দক্ষিনাঞ্চল এলাকায়হাজার হাজার মানুষ মারা গেছে এই ঝড়েবাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি আশঙ্কা করেছে যে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌছতে পারেবেচেঁ থাকা মানুষ ভোগ করছে নানা সমস্যাবিভিন্ন সমস্যা গুলো হচ্ছে- বিদ্যুৎ সমস্যা, পানি সমস্যা, খাবার সমস্যা, নেটওয়ার্ক সমস্যাএটি গত ১৫ই নভেম্বর আঘাত হানেএবং তখনই মানুষ সম্মুখীন হয় তীব্র বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যায়মানুষের সাধারণ কার্যক্রম বিঘ্নিত হয়পুরো বাংলাদেশ ডুবে ছিল গভীর অন্ধকারেনেটওয়ার্ক সমস্যার কারণে বহু এলাকা বিচ্ছিন্ন হয়েছিল ঘূর্ণিঝড় আক্রান্ত লোকজন এখন খাদ্য, পানযোগ্য পানি, বস্ত্র, ওষুধের অভাবে আক্রান্তবেচেঁ থাকার জন্য খাবার ও পানির জন্য দুয়ার থেকে দুয়ারে ঘুরছে তারাবাড়িঘর, সম্পদ, স্বজন হারানোর কষ্টের চেয়েও বড় সংকট এখন তাদের কাছে ক্ষুধাঅনেক লোক এক কাপড়ে বেচেঁ আছেএই ঝড় বহু মানুষকে পথে বসিয়েছেতার পরেও তারা নতুন করে তাদের জীবন শুরু করেছেদেশে এবং বিদেশ থেকে বিভিন্ন সংগঠন তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছেআশা করছি মানুষের এর মানবতার স্পর্শে তারা আবার নতুন করে বাঁচতে শিখবে

No comments: