Saturday, May 31, 2008

স্বপ্নের মানুষ

লিখেছেন: আসমা আক্তার

ফাগুন এসেছে, প্রসূন ফোটেছে
গাইছে বিহগ গান।
ভ্রমর এসেছে, মধুর আশায়
কন্ঠে সুরের তান।
স্বপ্ন দেখেছি, কুড়ায়েছি ফুল
গেঁথেছি প্রেমের মালা।
ছিঁড়ে যদি যায়, মিছে হবে সব
বাড়বে মনের জ্বালা।
কার তরে মোর, মালা শোভাপায়
জানি নাকো ক্ষণতরে।
পড়াতে মালা, ভুল যদি হয়
যাব একেবারে যবে
কুড়াবনা ফুল, গাঁথবনা মালা
স্বপ্ন হয়েই থাক।
চাইনা আমার, স্বপ্নের মালা
মোর ভুলে ছিঁড়ে যাক।

No comments: