Contents of this post: In this poem writer expressed her thoughts on women rights and dignity.
আমরা নারী আমরাও পারি
করতে সবকিছু
নারীরা আর থাকবে না বসে
অসহায় ও নীপিরণের বেসে।
নারী কেন থাকবে শিক্ষা বঞ্চিত
নারী পুরুষের জন্য শিক্ষা অন্তরহীত
নারীরা সমাজের অর্ধ অঙ্গ
ওরা না থাকলে সমাজ পঙ্গু
নারীর জাগরনে জাগতে হবে
নিজেদের স্বাধীন ভাবতে হবে
ওরা চায়না আর অবহেলা
চায় শুধু একটু মর্যাদা
পুরুষ ও নারী উভয় মানুষ
বুঝেনা কেন সমাজের পুরুষ
আজকের এ সমাজ সংসারে
দাসী হয়ে আছে কেন নারীরা
নারীরাও পারে ধরতে হাল
পুরুষের সমপায়
নারীর যদি থাকে বসে ঘরে
চলবে না এ সমাজ
তাই নারীদের কেও দিতে হবে
পুরুষের মত সম অধিকার
নারীরা পারে গড়তে
বিশ্ব জয় করতে
নারীদের এই মত
নারীরাই হল সব।
1 comment:
This is brilliant. I love and honor the person who wrote this poem. Her writing skills for poetry are NATURAL. Gifted Talent. Please write more poems like this one. GREAT JOB.
Post a Comment