Saturday, October 6, 2007

গাঁয়ের বধু

Title of this post: "A village wife" written by Bithi Rahman (Tailoring student)
Content of this post: In this poem, author illustrate beauties of a village wife.


ঘুমটা পরা নতুন বধু জল আনতে যায়,
কাজল কাল চোখে যেন পথের পানে চায়।
লাজুক লাজুক ঠোটদুটিতে হাসি রাশি রাশি,
স্বপ্নে দেখা রাজ প্রাসাদটা পেল বুঝি আজি।
মেঘল কাল চুলগুলোতে ফুলটি রাখি গুজি
এমনি মেঠোপথ দিয়ে যায় সোনার পা-টি রাখি।
সোনার কিছু নাইকো গায়ে তবু যেন ঝলকে ওঠে,
শাশুড়ি তার মায়ের সমান, তাই বুঝি সে বলে
সোনার বরণ গায়ে তোমার রোদ যেন না লাগে।
তবুও তাকে যেতেই হবে নাইতে পুকুর ঘাটে,
চলেছে সে যে আপন মনে কলস কাঁখে নিয়ে।
সকল শখের রান্না তাকে করতে হবে নিজেই।

আমার গ্রাম

Title of this post: My village written by Hasina Akter (English student)
Content of this post: In this post author describes about her village.

আমার বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়। গ্রামের নাম বগাদিয়া। আমাদের গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে। এইগ্রামে দুইটি প্রাইমারী স্কুল এবং একটি মাদ্রাসা আছে, যার নাম বগাদিয়া বেগম খালেদা জিয়া মহিলা কামিল মাদ্রাসা। দুইটি নূরানী মাদ্রাসা ও একটি হাফেজী মাদ্রাসা আছে। আমাদের গ্রামে তিনটি মসজিদ আছে এইগুলোর নাম হল দক্ষিন বগাদিয়া জামে মসজিদ এবং অন্যটি হচ্ছে উত্তর বগাদিয়া জামে মসজিদ নামে পরিচিত। গ্রামটা তেমন বড় না, এর পরেও এই গ্রামের মধ্যে অনেক কিছু বিদ্যমান। যা দেখতে খুব ভালো লাগে, নিজেকে এই গ্রামের অধিবাসী বলে ধন্য মনে হয়। আমাদের গ্রামে একটি হাসপাতাল ও রয়েছে সেখানে অনেক অভিজ্ঞ ডাঃ দ্বারা রোগীদেরকে সেবা দেওয়া হয়। এই গ্রামের রাস্তা গুলো অনেক উন্নত। মেইন রোডের পাশেই এই গ্রাম, এই গ্রামের ভিতরের রাস্তা গুলো খুবই চওড়া যে সবার বাড়িতেই মাইক্রো বাস এবং সবধরনের গাড়িগুলো সহজেই বাড়ির ভিতরে ঢুকবে। গ্রামের ভিতরে কোন রাস্তাই কাঁচা মাটির নয় সব রাস্তাগুলোই পাকা করা যার কারনে এই গ্রামবাসীদের চলাফেরার কোন রকম সমস্যার সম্মুখীন হয় না। ছেলে মেয়েরা স্কুল,কলেজ, মাদ্রাসাগুলোতে যাতায়ত করতে সুবিধা হয়। সবকিছু মিলিয়ে এই গ্রামে এত কিছু যে, অনেক সময় ভাবতে অবাক লাগে। আমাদের গ্রামে বলতে গেলে কোন সমস্যা নাই। যেমন পানির কোন সমস্যা নাই, বিদ্যুৎ এর কোন সমস্যা নাই। গ্রাম হলেও আমাদের গ্রামে গ্যাস আছে। তাও নিয়মিত সাপ্লাই হচ্ছে কোন ধরনের সমস্যা হয় না। আমার কাছে আমার গ্রাম অনেক অনেক ভাল লাগে। আমি আমার গ্রামকে খুব ভালবাসি।

খুকির পাখি

Title of this post: The bird of Khuki written by Bithi Rahman (Tailoring student)
Content of this post: Khuki loves her pet bird but bird loves flying independently.


খুকী কহে - রাখাল ছেলে বাজাও বাশিঁ
একাকী বটের তলে
দেখেছ কিগো মোর পাখিটিরে
গিয়াছে সে কোথা উড়ে?

রাখাল কহে নিরোজনে বসে, একাকী বাজায় বাশিঁ,
দেখেনি তোমার পাখিটি কোথায়
গিয়াছে ছিকল ছিড়ি।

খুকী কহে- সারাটি দুপুর খুঁজিনু আমি
ঘুরিনু সারা বন।
মোর পাখি কি গো দিশে হারা বল
আসিবেনা ফিরে কখনও?

রখাল কহে সে যে বনের পাখি
খাঁচায় কি শোভা পাবে?
বনের পাখি গিয়াছে বনে
যেতে দাও তারে উড়ে।

খুকী কহে - তাই কি হয়?
সে যদি না থাকে কার সাথে তবে
কাটাব আমার বেলা?
আমি যে তাহারে ভালবেসেছিনু
দিয়েছিনু চিড়ে কলা
খাঁচায় পুশিয়া শেখাতে চেয়েছিনু
মানুষের সব কথা
সব ফেলে সে যে উড়ে গেল কোথা?
খুঁজিতেছি একা একা।

রাখাল কহে- মানুষ মানুষের মাঝে বাস করিবে মনে,
পাখি সে যে তায় ডানা আছে তার
উড়ে যাবে বহু দুরে
ঘরের মানুষ ঘরে ফিরে যাও
তার ছেড়ে দাও বনে।