Saturday, October 6, 2007

খুকির পাখি

Title of this post: The bird of Khuki written by Bithi Rahman (Tailoring student)
Content of this post: Khuki loves her pet bird but bird loves flying independently.


খুকী কহে - রাখাল ছেলে বাজাও বাশিঁ
একাকী বটের তলে
দেখেছ কিগো মোর পাখিটিরে
গিয়াছে সে কোথা উড়ে?

রাখাল কহে নিরোজনে বসে, একাকী বাজায় বাশিঁ,
দেখেনি তোমার পাখিটি কোথায়
গিয়াছে ছিকল ছিড়ি।

খুকী কহে- সারাটি দুপুর খুঁজিনু আমি
ঘুরিনু সারা বন।
মোর পাখি কি গো দিশে হারা বল
আসিবেনা ফিরে কখনও?

রখাল কহে সে যে বনের পাখি
খাঁচায় কি শোভা পাবে?
বনের পাখি গিয়াছে বনে
যেতে দাও তারে উড়ে।

খুকী কহে - তাই কি হয়?
সে যদি না থাকে কার সাথে তবে
কাটাব আমার বেলা?
আমি যে তাহারে ভালবেসেছিনু
দিয়েছিনু চিড়ে কলা
খাঁচায় পুশিয়া শেখাতে চেয়েছিনু
মানুষের সব কথা
সব ফেলে সে যে উড়ে গেল কোথা?
খুঁজিতেছি একা একা।

রাখাল কহে- মানুষ মানুষের মাঝে বাস করিবে মনে,
পাখি সে যে তায় ডানা আছে তার
উড়ে যাবে বহু দুরে
ঘরের মানুষ ঘরে ফিরে যাও
তার ছেড়ে দাও বনে।

No comments: