Title of this post: I don’t want by Firoza Begum Poly
আমি আর র্ঝণার মত,কাঁদতে চাই না ।
আমি আর চাঁদের মত, হাসতে চাই না ।
আমি আর নদীর মত, বইতে চাই না ।
আমি আর নূপুরের ঝঙ্কারে, নাচতে চাই না ।
আমি আর কোকিলের সুরে, গাইতে চাই না ।
আমি আর নিঝুম রাতে, ঘুমাতে চাই না ।
আমি আর চুরির রিনি-ঝিনি শব্দে
কারো মন কারতে চাই না ।
আমি আর ভালবাসার মত ভালবাসতে চাই না