Monday, November 10, 2008

আমি চাই না

Title of this post: I don’t want by Firoza Begum Poly


আমি আর বৃষ্টির মত, ঝড়তে চাই না
আমি আর র্ঝণার মত,কাঁদতে চাই না
আমি আর চাঁদের মত, হাসতে চাই না
আমি আর নদীর মত, বইতে চাই না
আমি আর নূপুরের ঝঙ্কারে, নাচতে চাই না
আমি আর কোকিলের সুরে, গাইতে চাই না
আমি আর নিঝুম রাতে, ঘুমাতে চাই না
আমি আর চুরির রিনি-ঝিনি শব্দে
কারো মন কারতে চাই না
আমি আর ভালবাসার মত ভালবাসতে চাই না

নীল

Title of this post: The blue colour By Firoza Begum Poly

তুমি কি সেই স্বপ্নের পুরু?
যাকে আমি লাল নীল রং

তুলি দিয়ে এঁকেছি

তোমার মনটা কেন

নীল আকাশের স্পর্শ করা

বিশাল পাহাড় নয়

এমনটি আমি চাইনি

ভালবাসায় এত দু:খ
,
এত কষ্ট কেন
?
তাহলে কি ভাববো কষ্টের আর এক

নাম ভালবাসা

তাহলে চিৎকার করে পৃথিবীকে বলছি

পৃথিবী
, তোমার সকল নীল,
তুমি আমায় দাও
, আমায় দাও

Sunday, November 9, 2008

রাত্রি প্রহর

Title of this post: Late at night by Asia Afrin Anni


এসেছো রাত্রি প্রহর সায়াহ্নর পর
নতুন স্বপ্ন নিয়ে,
জ্যোৎস্না, পূর্ণিমা, অমাবস্যা
কত রুপে রাঙিয়ে।

ছড়াও তুমি সৌন্দর্য
দিয়ে জ্যোতি পূর্ণিমায়,
কর আঁধার পৃথিবী
হাত আছে অমাবস্যায়,
দেখা যায় সংমিশ্রন আলো-আধারের
রাত্রি প্রহর জ্যোৎস্নায়।

কেঁটে যাও ধীরে তুমি
কখনও বা দ্রুত,
ক্লান্ততা, অবসাদ থেকে
করে সকলকে মুক্ত।

পেরিয়ে সময় দেখাও তুমি
রাঙা প্রভাতের সূর্য,
তোমারই অপেক্ষায় থাকি
তাকিয়ে আমি পূর্ব।


নিষ্ঠুর পৃথিবী

Title of this post: The cruel world by Laily Jahan Meghla

পৃথিবীর মানুষ আমাকে চায়
আমি পৃথিবীর মানুষকে চা না
বিশ্বাস করিনা কোন মানুষকে
বিশ্বাস করিনা বন্ধু নামে কোন মানুষকে
আমি বুঝে গেছি, ন্ধু মানে প্রতারক
পৃথিবীর মানুষ এত নিষ্ঠু
চলে যাবো
একদিন নিষ্ঠুর মানুষের এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে,
দূর থেকে বহুদূরে.......