Title of this post: The blue colour By Firoza Begum Poly
যাকে আমি লাল নীল রং
তুলি দিয়ে এঁকেছি ।
তোমার মনটা কেন
নীল আকাশের স্পর্শ করা
বিশাল পাহাড় নয় ।
এমনটি আমি চাইনি ।
ভালবাসায় এত দু:খ,
এত কষ্ট কেন?
তাহলে কি ভাববো কষ্টের আর এক
নাম ভালবাসা।
তাহলে চিৎকার করে পৃথিবীকে বলছি।
পৃথিবী, তোমার সকল নীল,
তুমি আমায় দাও, আমায় দাও।
2 comments:
এই কবিতাটা দারুণ হয়েছে! তাই যাতে অন্যরও পড়তে পারে তাই ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করলাম। ফিরোজা, আরো লিখুন
নীল মানে ফেলে আসা গভীরে লুকানো একটা রং..........
খুব ভালো হয়েছে......।।
Post a Comment