Sunday, November 9, 2008

রাত্রি প্রহর

Title of this post: Late at night by Asia Afrin Anni


এসেছো রাত্রি প্রহর সায়াহ্নর পর
নতুন স্বপ্ন নিয়ে,
জ্যোৎস্না, পূর্ণিমা, অমাবস্যা
কত রুপে রাঙিয়ে।

ছড়াও তুমি সৌন্দর্য
দিয়ে জ্যোতি পূর্ণিমায়,
কর আঁধার পৃথিবী
হাত আছে অমাবস্যায়,
দেখা যায় সংমিশ্রন আলো-আধারের
রাত্রি প্রহর জ্যোৎস্নায়।

কেঁটে যাও ধীরে তুমি
কখনও বা দ্রুত,
ক্লান্ততা, অবসাদ থেকে
করে সকলকে মুক্ত।

পেরিয়ে সময় দেখাও তুমি
রাঙা প্রভাতের সূর্য,
তোমারই অপেক্ষায় থাকি
তাকিয়ে আমি পূর্ব।


No comments: