লিখেছেন: সুফিয়া খাতুন
স্বাধীনভাবে রাজপথে দেখ চলছি
হৃদয় খুলে কোন বাঁধা নেই মুখে
গানে গানে আহা এই দেশকে
বলছি ভালোবাসি।
এ দেশের বাঙালীদের
দেহটা যদিও ভিন্ন
মনটা তাদের একই মরন
ছাড়া হবেনা ছিন্ন,
একই খাবার ভাত আর মাছ
একই পোশাক একই বসবাস
সুখ তাদের রাশি রাশি ।
আমরা বাংলাদেশী আমরা বাঙালী,
এ দেশের চারিপাশে
সবুজে শ্যামলে ঘেরা
ভ্রমনবাসিরা এ দেশে এসে
হয়ে যায় আত্মহারা
বাঙালীদের রক্ত দিয়ে
সোনার বাংলা আজ তৈরি করে
ফুটিঁয়েছি মুখে হাসি ।
আমরা বাংলাদেশী আমরা বাঙালী.......