Monday, June 30, 2008

বাঙালী

লিখেছেন: সুফিয়া খাতুন

মাথা উঁচু করে বলছি মোরা আজ বাঙালী
স্বাধীনভাবে রাজপথে দেখ চলছি

হৃ
দয় খুলে কোন বাঁধা নেই মুখে
গানে গানে আহা এই দেশকে

বলছি ভালোবাসি

এ দেশের বাঙালীদের

দেহটা যদিও ভিন্ন

মনটা তাদের একই মরন

ছাড়া হবেনা ছিন্ন
,
একই খাবার ভাত আর মাছ

একই পোশাক একই বসবাস

সুখ তাদের রাশি রাশি

আমরা বাংলাদেশী আমরা বাঙালী
,
এ দেশের চারিপাশে

সবুজে শ্যামলে ঘেরা

ভ্রমনবাসিরা এ দেশে এসে

হয়ে যায় আ
ত্মহারা
বাঙালীদের রক্ত দিয়ে

সোনার বাংলা আজ তৈরি করে

ফু
টিঁয়েছি মুখে হাসি
আমরা বাংলাদেশী আমরা বাঙালী
.......

2 comments:

Agni said...

সত্যিই বাঙালী হওয়ার চেয়ে গর্বের আর কিছুই নেই। এত প্রয়োজনীয় একটি ব্লগ লিখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

Sufia said...

অনেক ধন্যবাদ আপনাকে । আমার জন্য দোয়া করবেন। আপনী সত্যি বলেছেন । আমি গর্বিত, কারন আমি বাঙারী।