Friday, February 8, 2008

প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিন, শীর্ষস্থান ধরে রাখতে নিজ সহযোগিতা করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন

Title of this post: "Need your vote for electing Cox’z Bazar and Sundar ban as Natural New Seven Wonders in the world" by M. G. Rabbany Sujan

এতদিন আমরা পৃথিবীর সপ্তাশ্চর্যের নাম শুনিয়াছিমানুষের তৈরি এই সপ্তাশ্চর্যের পরিবর্তন হয়নি দীর্ঘদিন২০০৭ সালের জুলাই মাসে বিশ্বের নতুন সপ্তাশ্চার্য নির্বাচন করার পর নিউ সেভেন ওয়াল্ডাস ফাউন্ডেশন’’ সাত প্রাকৃতিক আশ্চার্য নির্বাচন শুরু করে

প্রাকৃর্তিক সপ্তাশ্চর্য নির্বাচনের সুচনা পরেই চমক সৃষ্টি করেছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবনসারা পৃথিবী থেকে প্রাথমিক মনোয়ন প্রাপ্ত ১৫৮ টি প্রাকৃতিক স্থানের মধ্যে ২৭ ডিসেম্বর ২০০৭ সালের বিকেলে এক নম্বর স্থানে উঠে আসেপৃথিবীর র্দীঘতম নিরবচ্ছিন্ন প্রকৃতিক সমূদ্র সৈকত কক্সবাজার আর পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন হল দ্বিতীয় স্থানে

কক্সবাজার সমুদ্র সৈকত

সুন্দরবন

প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নির্বাচন প্রক্রিয়ায় প্রাথমিক ভাবে মনোয়ন পেয়েছে ১৫৮ টি স্থাএই তালিকায় আমেরিকার ৫১ টি স্থা, ইউরোপ ৩১- টি স্থা, উত্তর আমেরিকা ২৭টি, এশিয়া ৩০টি স্থান,ফ্রিকা ১৯টি এবং ওসেনিয়া ১০টি স্থা রয়েছে

এখন এসব স্থানের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ভোটাভোটি চলছে২০০৮ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এজন্য ভোট নেওয়া হবেগত ৪ঠা ফেব্রুয়ারী ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ পৃথিবীর বৃহত্তর মনোরম প্রকৃতিক সমুদ্র সৈকত শীর্ষস্থান এবং বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন ইন্ডিয়ার অংশ সহ দ্বিতীয় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেআর শেষ পর্যন্ত আমাদের এই অবস্থান ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকের র্নিবাচনে অংশ নিতে হবে এবং কক্সবাজার ও সুন্দরবন ভোট দিতে হবেঅন্যকে ও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করিতে হবের্নিবাচনে অংশ গ্রহণ এবং ভোট দেওয়ার জন্য আপনাদের কে যা করতে হবে ---প্রথমে আপনার নিজের একটা ই-মেইলের ঠিকানা থাকতে হবে http://www.new7wonders.com/nature/ ঠিকানায়: ওয়েব সাইটে সুন্দরবন ও কক্সবাজারকে ভোট দিতে হবে ঐ পৃষ্ঠার মাঝামাঝিতে সবুজ রঙ্গের একটি পৃথিবীর মানচিত্র আছেএখানে কয়েকটি অঞ্চলের নাম আছেপ্রথমে ক্লিক করুন এশিয়াতেএশিয়া থেকে মনোয়ন পাওয়া ৩০টি স্থানের নাম এখানে পাওয়া যাবেকক্সবাজারের ক্লি করলে কক্সবাজারের ছবিসহ এর বর্তমান অবস্থান নিচে লিখা আছে একই ভাবে সুন্দরবন এ ক্লিক করলে সুন্দরবনের ছবি বর্ননা তালিকা ও বর্তমান অবস্থান জানা যাবে নিচে দেখুন ইংরেজীতে লিখা আছে ভোট নাও ফর ওখানে কিক্ল করলে তাৎক্ষনিকভাবে ঐ স্থানটির পক্ষে ভোট দেওয়া যাবে

No comments: