অনেকে বলে স্বপ্ন নাকি
কখনও কখনও সত্যি হয়
আমি বলি স্বপ্নই স্বপ্ন
কখনও তা সত্যি হবার নয়।
তবুও স্বপ্ন সবাই ভালোবাসে
তবুও স্বপ্ন সবার চোখে ভাসে।
স্বপ্ন আমার আকাশের ঐ চাঁদ পাওয়া
স্বপ্ন আমার সূর্য্যের ঐ কাছে যাওয়া
স্বপ্ন আমার সোনার ঐ হরিণটাকে
হুদয়ের মাঝে আমি পুষেছিলাম যাকে
বল কি তা পূরণ হয়?
তবুও স্বপ্ন সবাই ভালোবাসে
তবুও স্বপ্ন সবার চোখে ভাসে।
Saturday, March 22, 2008
স্বপ্ন
Title of this: Dream by Sufiya khatun
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
চোদন কাহিনি
ছোট ভাই চুদে পর্দা ফাটাল আমার
খালাকে চুদে শান্ত করার গল্প
বৌদির রসালো মধু
কাজের মেয়ে চোদার গল্প
Naked Actress photo and picture
Sexy Actress, Model (Bollywood, Hollywood)
Post a Comment