Monday, April 14, 2008

শুভ নববর্ষ

Title of this post: Shuva Nababarsha by Taslima Akter

শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, বাংলা দিনপঞ্জিকা-১৪১৫ সালের প্রথম মাসের প্রথম দিন। বসন্ত কালের শেষ সূর্যাস্তের সাঙ্গেই অতীতের ভুল ত্রুটি আর ব্যর্থতারগ্লানি নিয়ে মহাকালের স্রোতে বিলীন হয়ে গেছে ১৪১৪ সাল। সূর্যোদয়ের সহিত নবজীবনের উজ্জল বার্তা নিয়ে জাতীয় জীবনে ফিরে এসেছে আবহমান বাংলার প্রিয় উৎসব, শুভ বাংলা নববর্ষ।



বাংলা নববর্ষ আমাদের আত্মজাগৃতির দিন, ফিরে আসি দেশীয় ঐতিহ্যের কাছে। তাই বাংলা নববর্ষ বরন উৎসব পরিণত হয়েছে বাঙ্গালীর সর্ববৃহৎ সামাজিক উৎসবে। সব বাঙ্গালী মেয়েরা লালপাড় সাদা শাড়ি, খোপায় ফুল, হাতে রকমারি চুড়ি আর কপালে টিপ এবং পুরুষের গায়ে রঙ বেরঙের পাঞ্জাবি কিংবা ফতুয়া পরে নগরীর ঘর থেকে বেরিয়ে যায়। শহরের অনেক ঘরে পান্তা ভাত, কাঁচা মরিচ, পিঁয়াজ এবং ইলিশ মাছের ভাজি দিয়ে পহেলা বৈশাখের সূচনা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের “এসো হে বৈশাখ এসো এসো.....”, বাংলা নববর্ষের একটি বিখ্যাত সংঙ্গীত।

১৪১৫ বাংলা নববর্ষের প্রথমদিনে আমাদের সকল পাঠকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

No comments: