Saturday, May 3, 2008

সড়ক দুর্ঘটনা

Title of this post: Road accident by Shela Ahmed


সড়ক দুর্ঘটনার সাথে আমরা সবাই কম বেশি পরিচিতপ্রতিদিন খবরের কাগজে, টেলিভিশনে খবরে শোনা যায় সড়ক দুর্ঘটনার খবরসড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষ অকালে প্রান হারাচ্ছেকেউ হারাচ্ছে তার বাবা,মা ,ভাই, বোন, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়েঅনেক নারী অকালে বিধবা হচ্ছেঅনেক ছেলে মেয়ে মা, বাবা হারিয়ে হচ্ছে এতিম এবং কেউ পঙ্গু হয়ে ধুঁকে ধুঁকে কষ্টে জীবন যাপন করছে

এসব কিছু হচ্ছে অসাবধানতার ফলেট্রাফিক সিগন্যাল না মানার কারনে, প্রতিযোগিতা করে গাড়ি চালানোর ফলেএবং তার চেয়ে বড় কথা হল ড্রাইভারের অসাবধানতার ফলে তাছাড়া আজ কাল দেখা যায় ড্রাইভারেরা নেশা করে গাড়ি চালায় যার ফলে ঘটে এমন র্নিমম সড়ক দুর্ঘটনাতাদে এই অসাবধানতার ফলে হাড়িয়ে যাচ্ছে আমাদে দেশের ভবিষ্যতের আলো, দেশের কর্নধার যারা ভবিষ্যতে অনেক বড় হতে পারত কিন্তু এই সড়ক দুর্ঘটনাই র্নিমম ভাবে কেড়ে নিচ্ছে নিষ্পাপ এই তাজা প্রান গুলোএর শেষ কোথায়......এভাবে আর কতদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হাড়াবে দেশের মানুষআমরা আর কত দিন অসাবধানতার ফলে অকালে প্রাণ দেবআমাদে কি কিছুই করার নেইআমরা দেশের জনগ সবাই একসঙ্গে হয়ে কি তা প্রতিরোধ করতে পারিনানা আমরাই পারি তা প্রতিরোধ করতে তবে সরকারকে আমাদের সাহায্য করতে হবেসরকার যদি আমাদে সাহায্য করে তাহলে আমরাই পারব সড়ক দুর্ঘটনা রোধ করে সুন্দর এক পরিবেশ সৃষ্টি করতে

একটা ঘটনা বলি---এক ছেলে এস.এস.সি পরিক্ষা দিতে যাবে রাস্তা পাড় হবার সময় একটা ট্রাক তার উপর দিয়ে চলে যায় সে মাটিতে পড়ে যায়তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যায় কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস তার আগেই সে মারা যায়তার পকেটে এস.এস.সি পরীক্ষার প্রবেশপত্র ছিল কিন্তু তা ছিল রক্তে ভেজা, তার স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল এমনকি তার প্রাণ পর্যন্ত কেড়ে নিল অকাল মৃত্যু আমাদের কারোও কাম্য হতে পারে না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশিতাই সময়ের চেয়ে জীবনের দাম দিতে হবে

No comments: