আমার নাম নিলা সুলতানা, বয়স ২২ বছরের মত। আমার বাবা খুলনার একটি পাট কলে শ্রমিক হিসেবে কাজ করত এবং ১৯৮৪ সালের দিকে আমি সেখানে জন্মগ্রহন করি। তিনি সাপ্তাহিক ভিত্তিতে কাজ করত। আমার দাদার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলায়। আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি কাছাকাছি কিন্তু সেখানে সামান্য বাড়ী ভিটা ছাড়া কোন সম্পতি নেই । ছোট সময় দাদার বাড়ী, নানার বাড়ীতে বছরে দু’একবার সাধারনত ঈদের ছুটিতে যাওয়া হতো। আমার মা শুধু গৃহিণী হিসেবেই কাজ করত। আমি খুলনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর লেখাপড়া করেছি। আর্থিক অস্বচ্ছলতা,অজ্ঞতা ইত্যাদি কারনে লেখপড়াকরা হয়নি। কিন্তু এখন ঝুঝতে পাড়ি লেখাপড়ার মূল্য কত কিন্তু আফসোস ছাড়া কিছুই করার নেই। আমরা তিন ভাই, দুই বোন। দুই ভাই এক বোন বড় তারা ইতিমধ্যে বিয়ে করে আলাদা হয়ে গেছে। বড় দুই ভাইই ঢাকায় রিক্সা চালায়। তাদের আর্থিক অবস্থা এত ভাল নয় যে বাবা-মা কে সাহায্য করবে।
সম্ভবত ১৯৯৩ সালে খুলনার জুটমিলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি বেকার হয়ে পড়ে। গ্রামে ফিরে যাওয়ার উপায়ও নেই। তাই নিরূপায় হয়ে তখন বাবা সবাইকে নিয়ে ঢাকা চলে আসে। ঢাকায় আসার পর বাবা প্রথম দিকে নির্মান শ্রমিক হিসেবে কাজ করিলেও পরে একটি বাসার দারোয়ান হিসেবে কাজ করেন। ঢাকায় আসার পর মাও বাবাকে আর্থিক ভাবে সাহায্যে করার জন্য একটি গার্মেন্টসে চাকুরী করেন। প্রায় এক বছর চাকুরী করার পর আমার মা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে বাবা কাজ করিতে পারে না এবং অসুস্থ হয়ে পড়েছে।
Saturday, September 8, 2007
জীবনের কথা - নিলা সুলতানা
Title of this post: My life- Nila Sultana by M.G Rabbany
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
সংগ্রামী মানুষ সবার জন্য অনুকরণীয়। আমাদেরদেশে অনেক মানুষ সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। জাতির উন্নতির জন্য আমাদের উচিত সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ।
Post a Comment