Saturday, September 15, 2007

নারীর জাগরণ

Title of this post: Awareness of women by Afroza Akter Kajol
Content of this post: In this poem author expressed that, in our society women always lost their rights. She is requesting women to wake up from dark life and to aware about their rights.



জাগো নারী জাগো তুমি

রাগো নারী রাগো তুমি

জাগলেই তুমি দেখবে সব

রাগলেই তুমি পাবে সব

নরম হয়ে থেকনা তুমি আর

হতে হবে শক্ত তোমাকে এবার

বলে গেছেন কিছু মানুষ সারাংশ একটি

শক্তের ভক্ত নরমের জম

কিন্তু তোমরা ভেবে নাও হবে না তা আর এখন

তাই তোমাদের জাগতে হবে

লড়াই করেই বাঁচতে হবে

তাহলেই পাবে সম্মান পুরুষদের এ পৃথিবীতে

জানো কি হে নারী তুমিও একটি রক্তে মাংসে গড়া মানুষ

তবে কেন হয়ে আছো তুমি কাঠের পুতুলের মত

তোমাকেও বাঁচতে হবে চলতে হবে মন খুলে হাসতে হবে

ভেবনা নিজেকে কোন দিনও ছোট

ভেব তুমিও পার করতে সব কিছু

তাহলেই পারবে নিজের জীবনটাকে ভালো ভাবে গড়তে

No comments: