Saturday, October 11, 2008

বিধবা নারী

Title of this post: A Widow Joynab khanam

যার স্বামী মারা গেছে
তারই নাম বিধবা
দুনিয়াতে তার আর
আপন রইল কেবা?
বিধবা নারী বুক ভাসায়
চোখের জলে
শ্বশুর বাড়ীর লোকেরা তাকে
উপহাস করে চলে।
বলে—স্বমীকে তো খেয়েছো
এই বয়সে
টগবগে যৌবন—দুঃখ কিসের
নতুন নাগর জুটে যাবে- অনায়াসে।

স্বামী তাকে বড় ভাল বাসত বলে
মেয়েটি এসব কভু ভাবেও না ভুলে।
স্বামীর শত স্মৃতি সে
রাত জেগে ভাবে
সিদ্ধান্ত তার
স্বামীর স্মৃতি নিয়েই জীবন কাটাবে।
বাবার বাড়ি যায় না সে ভয়ে
তারা যদি জোড় করে
দিয়ে দেয় বিয়ে!

স্বামীর বাড়ীতে পড়ে আছে
বিধবা নারী
শ্বাশুড়ী তাকে পরিচয় দেয়
কাজের মাথারি।
সারা বাড়ির সব কাজ
করছে নিজ হাতে
কথায় কথায় ধমক আর
গালি আছে সাথে।
পরিবারের সবার সবই জোটে
বিধবার জন্য কারো টাকা নেই মোটে।
পরনে ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ
সেদিকে কারো যেন নেই কোন হুশ।
খাবার খাবে সে সবার শেষে
বুয়ার ঘরে পরে থাকে
ভিখারীর বেশে।
রাত হলে ভয় পায়
কেউ নেই সাথে
ভাবে সে-একা থাকার সিদ্ধান্ত
ভুল আছে কি তাতে?
এই দুর্বিষহ জীবনের যন্ত্রণা
আর যে সওয়া যায়না।

ঈদ এলে বিধবাকে
করা হয় মূল্যবান,
যাকাতের নতুন কাপড়ে
দেয়া হয় সম্মান।
বিধবার মুখ দেখে
বাইরে যায়না কেউ
কারো নতুন বাচ্চার মুখ
সে দেখেনা কভু।
কারণ সে অপয়া, অলক্ষী তাই
সবাই তাকে এড়িয়ে চলে
নির্মম অবহেলায়।

স্বামীকে খেয়েছে সে
এই তার অপরাধ,
বিধবার বাঁচার আর জাগেনা স্বাদ।
গ্রামের মাতবর একদিন মাতাল হয়ে
ঢুকে পড়ে রাতের বেলায়
বিধবার ঘরে।
বিধবা বটি নিয়ে আসল তেড়ে
মাতবর কলঙ্ক রটাল বিধবাকে ঘিরে।
চরিত্র হীনা উপাধি
সহ্য হলনা তার
নদী জলে ডুবে মরে
মেনে নিল হার।

12 comments:

Touhid said...

অনেকে স্বামী হারিয়ে বিধবা আবার অনেকে স্বমী থেকেও বিধবা। আমার মনে হয় সবার প্রথমে প্রয়োজন নারী মুক্তি, আর এই মুক্তি আসবে সুশিক্ষা থেকে। সব মায়েদের উচিত সর্বপ্রথমে তার মেয়েকে শিক্ষিত করে তোলা কিন্তু মায়েরা যে কেন ভুল করে আমি বুঝতে পারি না। মেয়ে বিয়ের পরে অন্যের ঘরে চলে যাবে বলে মনে হয় মেয়েদের প্রতি মায়েরা একটু বেশী উদাসীন।
একজন শিক্ষিত নারীই পারবে তার আশেপাশের পরিবেশকে ঠিক করতে।
আপনার কবিতায় কিছু আক্ষেপ দেখলাম, স্বভাবিক আমাদের দেশের বর্তমান সমাজিক ব্যবস্থায়। আপনি দেখেন, কথার দিক থেকে বেশী আক্রমনের শিকাড় হবেন আপনি কোন নারীর দ্বারাই। আমাদের মানসিকতা পরিবর্তন শুধুমাত্র করা সম্ভব আমাদের শিক্ষার দ্বারাই।

Unknown said...

"বিধবা নারী" কবিতাটি বেশ ভাল লাগল। আসলে শিক্ষার বিকল্প নেই। গতানুগতির শিক্ষা নয়, সুশিক্ষা তথা মানসম্মত শিক্ষাই পারে এ অবস্থা থেকে পরিবর্তনের। আর এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থান থেকে।
ধন্যবাদ কবিকে; ধন্যবাদ মন্তব্যকারীকে।

shemah said...

হুম্ম দুঃখ জনক

Unknown said...

I read newspaper daily in online. Personally I like this site:
www.allnewspaperlist.com

The light of knowledge said...

Good

SHARIF said...
This comment has been removed by the author.
SHARIF said...

Visit

The Best Hamja General Store in Chamurkhan said...

অনেকে স্বামী হারিয়ে বিধবা আবার অনেকে স্বমী থেকেও বিধবা। আমার মনে হয় সবার প্রথমে প্রয়োজন নারী মুক্তি, আর এই মুক্তি আসবে সুশিক্ষা থেকে। সব মায়েদের উচিত সর্বপ্রথমে তার মেয়েকে শিক্ষিত করে তোলা কিন্তু মায়েরা যে কেন ভুল করে আমি বুঝতে পারি না। মেয়ে বিয়ের পরে অন্যের ঘরে চলে যাবে বলে মনে হয় মেয়েদের প্রতি মায়েরা একটু বেশী উদাসীন।

Shanti Ranjan Sarker said...

https://ecobangla.com/

Shanti Ranjan Sarker said...

https://ecobangla.com/

Shanti Ranjan Sarker said...

Pls Visit Bangladesh Handicrafts https://ecobangla.com/

Walton Electronics said...

সনেট "বিধবা মহিলা" চমৎকার ছিল। প্রকৃতপক্ষে, নির্দেশের বিপরীতে কোন বিকল্প নেই। এটি প্রথাগত স্কুলিং নয়, তবে ভাল বৃত্তাকার স্কুলিং এবং মানসম্পন্ন প্রশিক্ষণ যা ঘটছে তা পরিবর্তন করতে পারে। আরো কি, আমাদের আলাদা অবস্থান থেকে যোগাযোগ করতে হবে।
লেখকের কারণে; বিশ্লেষককে ধন্যবাদ।
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fpittsborodrywall.com%2F%3Ffbclid%3DIwAR3SHL15qDZvtGttyLljxJS-4kMCgrYlhtdzOj3rTbUEjrgscrIqtg097i8&h=AT3xvilCKlBd7-8QGz6HxDg7i5Na7ffDoTXk85_njAVGhjR-MLoJ1RCWDiLI9WkCI7pidF4kZPvHtNCxeUoBzLd_YYgSIuR3Ev5REC3HwpPm0C_G1qOcoq53DRryyPh2uGRcGQ