Saturday, December 29, 2007

স্বাধীনতা

Title of this post: Liberty by Sufia Khatun

হে আমাদের আগমন কারি স্বাধীনতা
তোমার নয়টি মাসের স্মৃতি
আমাদের অন্তরে রয়েছে গাঁথা।
চিরদিন তোমাকে আমরা রাখব স্মরনে
আবার দেখা হল আজকের এই
১৬ই ডিসেম্বরে।
যেখানেই থাকি না কেন
আমরা তোমাকে ভুলব না
কারন আজকের এই দিনটি যেন
এক আনন্দপূর্ন স্বাধীনতা।
খোদা যদি থাকেন সহায়
কোনদিনই ভুলব না তোমায়
কারন তোমাকে পাওয়ার জন্য
বাংলার দামালছেলে
বুকের তাজা রক্ত ঢেলে দিল
বাংলা মায়ের কোলে।
আচঁলে তাহার আজও
রয়েছে রক্তেরই দাগ
যে স্মৃতি জীবন হতে
হয়নি তফাৎ।
সেই দিন তুমি স্বার্থক
হবে স্বাধীনতা
সত্য কথা বলিতে কারও রবেনা জড়তা।

1 comment:

Swadhin said...

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে আপনার অনুভূতি ও সচেতনতাকে আমি সম্মান জানাই। আপনাদের কোন রকম কাজে যদি আমি লাগি তাহলে জানাতে দ্বিধা করবেননা।
ধন্যবাদ
স্বাধীন
www.bd71.tk