পাখি তোর নাম, কি? বলবি একবার,
তোর নাম শুনতে ভাল লাগে যে বারবার।
পাখি তুই দেখতে কেমনরে ?
নীল লাল ছায়ায় ঢাকারে,
পাখি তোর কন্ঠ কেমনরে?
নীল কণ্ঠ পাখির চেয়েও বেশিরে,
তুই কেমন পাখি কেমন তোর আকার আকৃতি
তুই কি? স্বাধীনতরি পাখি
হ্যাঁ! হ্যাঁ!! হ্যাঁ!!! তুই তাই তুই তাই
লাখো লাখো ভাইয়ের, মায়ের, বোনের
রক্ত দিয়ে তুই তৈরি
তৈরি তোর ধরন।
তোর জন্য বসে ছিলাম নয় নয়টি মাস
তুই সে সুখের কারন।
Friday, February 1, 2008
স্বাধীনতার পাখি
Title of this post: Bird of freedom by Farzana Akter
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment