নারী তুমি কখনো মা
কখনো কারো স্ত্রী, তুমি বোন
আবার কারো প্রেয়সী।
কতই না স্নিগ্ধতা দিয়ে ভরিয়ে
তোল তুমি বিস্মময় ভুবন।
তার পর কি পেয়েছ তুমি,
নিজেকে উজার করে দিয়ে?
নিজেকে একবার প্রশ্ন করে দেখো
উত্তর তোমার নিজের কাছেই।
তুমি শূন্য, তুমি রিক্ত, তুমি অপরিপূর্ণ।
কেননা তুমি বাঙ্গালী নারী।
তোমার চোখের কোনে জল
তোমার অন্তরের অন্তরস্থলে দুচোখ
বন্ধ করে অনুভব করো,
শুধুই হাহাকার, শুধুই হাহাকার, হাহাকার আর হাহাকার।
তারপর ও তুমি নারী,
সইতে হবে তোমাকে সব নীরবে নিস্তব্ধে।
তবে কেন এই নারী দিবস উদযাপন?
ভেঙ্গে ফেল নারী, বুক ফুলিয়ে রুখে দাড়াঁও।
এবার সময় আসছে তোমার প্রতিবাদ করবার।
আর তুমি হবেনা কারো দাসত্বের স্বীকার।
তোমার চোখের কোনে জমবেনা জল,
থাকবেনা কোন হাহাকার
তুমি রুখে দাড়াঁও নারী
আর চুপ থেকোনা
আমরা অসহায় নই, আমরা হবোনা কারো দাসত্বের স্বীকার।
শ্লোগানে শ্লোগানে ভরিয়ে তোল নারী দিবস।
Saturday, March 8, 2008
নারী
Title of this post: Nari - Dedicated on the International Women's Day by Shahida Islam Mony
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment