কোচিং সেন্টার বর্তমানে শিক্ষার্থীদের নিকট খুবই পরিচিত। কোচিং সেন্টার এমন একটি সেন্টার যেখানে শিক্ষার্থীদের বিশেষ উপায়ে শিক্ষা দেয়া হয়। তারা রঙ্গিন ব্যানার ও ফেষ্টুনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে ১০০% নিশ্চয়তা প্রদান করে। তারা পরীক্ষার জন্য শিক্ষার সংক্ষিপ্ত নানা পদ্ধতিও প্রণয়ন করে। কোচিং সেন্টার এই বলে নিশ্চয়তা প্রদান করে যে ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষাদানের পদ্ধতি অনুসরন করে তাহলে তারা অবশ্যই বুয়েট ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। কোচিং সেন্টার হল একটি খেলার নাম এখানে যতটুকু সম্ভব শিক্ষা এবং অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষন অন্তর্ভুক্ত করা হয়। বিস্তারিতভাবে বললে বলা যায় কোচিং সেন্টারগুলোকে নিচের ধরনগুলোর উপর ভিত্তি করে বিভক্ত করা যেতে পারে।
১. বিশেষ শিক্ষাদানের জন্য কোচিং
২.ভর্তি কোচিং
৩.কম্পিউটার ও গাড়ি চালানো ইত্যাদি কারিগরি কোচিং
৪.ভাষা শেখার কোচিং ইত্যাদি
এই জন্য আমাদের শিক্ষার উপাদানের সাথে জ্ঞানের বিকাশ কোচিং সেন্টার উপর গন্ডিবন্ধ হতে থাকে। কোচিং সেন্টার সারা দেশে বিস্তার লাভ করেছে। একমাত্র রাজধানীতেই অসংখ্য কোচিং সেন্টার রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে অসংখ্য কোচিং সেন্টার। শহরের বাইরে ও এই রকম কোচিং সেন্টার খুঁজে পাওয়া যায়। সেগুলো সীমিত শিক্ষা প্রদান বলে। কোন কিছু শেষ নেই। কোচিং সেন্টার ছাত্র- ছাত্রীদের উত্তরনের জন্য একটি সহজ পদ্ধতি। এটি অবশ্যই বলা যাবে যে অধিক মেধাবী ছাত্র- ছাত্রীরা এই সকল সেন্টারে আসে। সফল ও সুপরিচিত কোচিং সেন্টারের মূল্য খুবই বেশি। যা হোক কোচিং সেন্টার ভাল এবং মন্দ উভয় দিকই আছে।
No comments:
Post a Comment