Saturday, January 26, 2008

কোচিং সেন্টার

Title of this post: Coaching centre by Nurun Naher Nipa

কোচিং সেন্টার বর্তমানে শি
ক্ষার্থীদের নিকট খুবই পরিচিতকোচিং সেন্টার এমন একটি সেন্টার যেখানে শিক্ষার্থীদের বিশেষ উপায়ে শিক্ষা দেয়া হয়তারা রঙ্গিন ব্যানার ও ফেষ্টুনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদে আকর্ষণ করছেতারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যাপারে ১০০% নিশ্চয়তা প্রদান করেতারা পরীক্ষার জন্য শিক্ষার সংক্ষিপ্ত নানা পদ্ধতিও প্রণয়ন করেকোচিং সেন্টার এই বলে নিশ্চয়তা প্রদান করে যে ছাত্র-ছাত্রীরা তাদে শিক্ষাদানের পদ্ধতি অনুসরন করে তাহলে তারা অবশ্যই বুয়েট ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেকোচিং সেন্টার হল একটি খেলার নাম এখানে যতটুকু সম্ভব শিক্ষা এবং অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষন অন্তর্ভুক্ত করা হয়বিস্তারিতভাবে বললে বলা যায় কোচিং সেন্টারগুলোকে নিচের ধরনগুলোর উপর ভিত্তি করে বিভক্ত করা যেতে পারে

১. বিশেষ শিক্ষাদানের জন্য কোচিং
২.ভর্তি কোচিং
৩.কম্পিউটার ও গাড়ি চালানো ইত্যাদি কারিগরি কোচিং
৪.ভাষা শেখার কোচিং ইত্যাদি

এই জন্য আমাদে শিক্ষার উপাদানের সাথে জ্ঞানের বিকাশ কোচিং সেন্টার উপর গন্ডিবন্ধ হতে থাকেকোচিং সেন্টার সারা দেশে বিস্তার লাভ করেছেএকমাত্র রাজধানীতেই অসংখ্য কোচিং সেন্টার রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে অসংখ্য কোচিং সেন্টারশহরের বাইরে ও এই রকম কোচিং সেন্টার খুঁজে পাওয়া যায়সেগুলো সীমিত শিক্ষা প্রদান বলেকোন কিছু শেষ নেইকোচিং সেন্টার ছাত্র- ছাত্রীদে উত্তরনের জন্য একটি সহজ পদ্ধতিএটি অবশ্যই বলা যাবে যে অধিক মেধাবী ছাত্র- ছাত্রীরা এই সকল সেন্টারে আসেসফল ও সুপরিচিত কোচিং সেন্টারের মূল্য খুবই বেশিযা হোক কোচিং সেন্টার ভাল এবং মন্দ উভয় দিকই আছে

No comments: