Monday, March 10, 2008

আন্তর্জাতিক নারী দিবস ২০০৮ – নারী জীবন শিক্ষার্থীদের লিখা কবিতা

Title of this post: International Women's Day 2008--Poems from Nari Jibon Students

আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে নারী জীবনের ছয় জন শিক্ষাথীর লিখা কবিতা নিচে দেওয়া হল।এর মধ্য থেকে
সুফিয়ার লিখা বাংলা কবিতাটির ইংরেজী অনুবাদ রাইজিং ভয়েসের পয়েট্রি জ্যামে তিন জনের মধ্যে একজন শিক্ষার্থী ব্লগারের কবিতা হিসাবে নির্বাচিত হয়েছে।

--------------------------------------------
অগ্রাধিকার

সুফিয়া
- ৭৩৪

সময় হয়েছে আজ আমাদের
মাথা তুলে দাঁড়াবার
আমরা চাই হৃদয় খুলে
মনের কথা বলবার
আর এর জন্য পেতে হবে
সম নয় অগ্রাধিকার
বাবারা যদিও পারেন নিষ্ঠুরতা
মায়েরা পারে না
মায়েরা যা পারেন ত্যাগ করতে
বাবারা তা পারেন না
একেই বলে নারী
আমরা সবই পারি
দুঃখের সাথে যুদ্ধ করে
সুখটাকে জয় করি
নিচ্ছিনা আর অন্যায় মেনে
থাকছি না আর ঘরের কোনে
সময় হয়েছে চোখ কান খুলে
অন্যায়ের প্রতিবাদ করার
আর এর জন্য পেতে হবে
সম নয় অগ্রাধিকার


--------------------------------------------

তুমি একজন নারী
সোনিয়া -৭৮২

একজন নারী তুমি
একজন নারী আমার মা
সকল সৌর্ন্দয্যে উপমা একজন নারী
নারী তুমি সকল কাজের প্রথমা,
সকল কাজের শেষ
তোমার মাঝে সাজে সকাল, রাত্রি
তুমি আধারকে কর আলো
তুমি যে সেবিকার রুপে
বিধাতার পরম আর্শিবাদ
তোমারি রয়েছে সকল কাজে সম অধিকার
তুমি যে স্নেহময়ী ভালবাসার প্রতিমা
সবাইকে ভালবেসে কর অনন্যা,
ন্তর্জাতিক নারী দিবসে
তোমাকেই জানাই সম্মান আজ


--------------------------------------------

নারী
রোজি আলম- ৫৫৫

জীবনের প্রতিটি সাফল্যের সাথে যার অবদান
সে আর কেউ নয় নারী তার নাম
সকলের জানা আছে সবিতা,
নারী হলো বিজয়ের কবিতা
তাইতো হাজার বেদনা আর কষ্ট
তোমায় করতে পারেনা স্পর্শ
পুরুষ শাসিত সমাজের মধ্য দিয়ে
তুমি উজ্জল হয়ে আছ চেয়ে
তোমায় ছাড়া পৃথিবী কদাকার
তুমি আছ বলে জগৎ এত চমৎকার
তুমি পবিত্র, তুমি নিষ্পাপ
সব অর্জন, কৃতিত্ত্বের তুমি সমমান
তাইতো আজকের এই দিন
শুধু তোমায় করছি স্মরন
সমস্ত ভালবাসা দিয়ে করছি তোমায় বর
ধন্য ধন্য নারী তুমি ধন্য
আজ সমস্ত সম্মান তোমার জন্য


--------------------------------------------

আজও বেঁচে আছি
হুসনুল আওরাদ-৭৬৯

চোখের পানি ফেলো না মা
কষ্ট আমি পাই
কে বলেছে মাগো তোমায়
আমি বেঁচে নাই
আমার কথা যখন মাগো
পড়বে তোমার মনে
তখন আমি ফুল হয়ে ফুটব বনে বনে
আদর করে সোহাগ করে
ফুলটাকে মাগো খোঁপায় গুঁজে নিও
শোবার আগে ফুলটাকে মা
ফুলদানীতে সাজিয়ে রেখ দিও
স্বপ্নে দেখবে সে ফুল তোমার সাথে কথা বলবে
ফুল হয়ে আজও আমি
বেঁচে আছি তোমারই কোলে
হাজার ও ফুল হয়ে


--------------------------------------------

বৃথা
সুরমা আক্তার- ৬৯১

নারীরই জীবন কথা
শুধু যে বৃথা বৃথা
কেউ শুনতে চায়না কোন কথা
নারীরই জীবন কথা
হাসি কান্না দুঃখ ব্যাথা,
এটাই শুধু চলে প্রথা
নারীরই জীবন কথা
একাকী চলার পথে
শুধু যে অবাধ বাধাঁ
নারীরই জীবন কথা
কাহিনী কল্পনায়
ছড়িয়ে গাঁথা
দিন যায় বছর যায়
যায় শেষ হয়ে যুগ
কিন্তু অগোচরে রয়ে যায়
নারীদের জীবনের দুর্ভোগ

--------------------------------------------

আত্নবিশ্বাসী নারী
শিল্পি আক্তার- ৭৭২

নারী বলে আমি বলতে পারি কি
আমি কি বিশাল -আকাশ নই?
নারী বলে আমি বলতে পারি কি
আমি কি সমুদ্রের -সৈকত নই?
নারী বলে আমি বলতে পারি কি
আমি কি পাহাড় - পর্বত নই?
নারী বলে আমি বলতে পারি কি
আমি কি আগ্নেগিরি - বিস্ফরন নই?
নারী বলে আমি বলতে পারি কি
আমি অক্সিজেন হতে পারি না?
নারী বলে আমি বলতে পারি কি
আমি কি পুরুষের মত কর্মঠ নই?
নারী বলে আমি সব হতে পারি
শক্ত মনে, আত্নবিশ্বাস গড়তে পারি