জান্নাত আরা আমজাদ লিভা

"আমি জান্নাত আরা আমজাদ লিভা। ১০ এপ্রিল আমি ঢাকায় জন্মগ্রহন করি। আমার বাবা চাকুরিজিবী এবং আমার মা একজন আদর্শ মা এবং গৃহিণী। আমরা দুই বোন। আমি ছোট। আমি ২০০৭ সালে এইচ.এস.সি পাশ করি।আমার দেশ বাংলাদেশ খুব সুন্দর দেশ। আমাদের দেশে অনেক সুন্দর ও ঐতিহাসিক জায়গা আছে। কিন্তু আমার পছন্দের জায়গা কক্সবাজার। আমার শখ ভ্রমণ, গান শোনা ও আড্ডা দেয়া। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন ভালো আইনজীবী,অভিনেত্রী, লেখিকা এবং সমাজ সেবায় নিয়োজিত থাকা। আমি ছোটবেলা থেকেই মঞ্চ নাটক, চলচ্চিত্র, আবৃত্তি ইত্যাদিতে জড়িত ছিলাম। স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি, উপস্থাপনা, অভিনয় করে অনেক পুরস্কার ও খ্যাতি লাভ করেছি। আমার লেখালেখির আগ্রহ দেখে উৎসাহ দিয়েছেন মা, বড় বোন ও বন্ধু-বান্ধব। আমার বন্ধু এনী আমাকে নারী জীবনের সন্ধান দেয়। আমি নারী জীবনে এসে মুগ্ধ হই। নারী সাইবার ক্যাফে আমরা আমরা কম্পিউটার অনুশীলন করতে পারি। নারী জীবনের ব্লগের মাধ্যমে আমরা আমাদের দেশ ও সংস্কৃতি সম্পর্কে অনেক অজানা তথ্য অন্যদেরকে জানতে পারি।"
সেলিনা শিরিন

"আমার নাম সেলিনা শিরিন। আমি ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক। আমার মা একজন গৃহিনী। ১৯৮৪ সালে আমি ময়মনসিংহে জন্ম গ্রহণ করেছি। ওখানে আমার শৈশব কেটেছে। আমরা ছয় বোন এবং তিন ভাই। আমি বিবাহিত। আমার স্বামী বেসকারী প্রতিষ্ঠানে চাকুরীরত। এখন আমি স্বামীর সাথে ঢাকায় থাকি। ২০০০ সালে আমি এস. এস. সি পাশ করেছি ভাইটকান্দি স্কুল থেকে এবং ২০০৩ সালে এইচ. এস. সি পাশ করেছি ফুলপুর মহিলা কলেজ থেকে। আমি গান শুনতে এবং গাইতে পছন্দ করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন শিক্ষক হওয়া। নারী জীবন একটি খুব ভাল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নারীদের উন্নয়নের জন্য কাজ করে থাকে বিভিন্ন ভাবে। আমি এখানে ইংরেজী স্পোকেন কোর্স করছি। আমি নারী জীবনে আসার পর নারী জীবনের ব্লগ কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম। আমি এই কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পেরে আমি খুব খুশি। আমরা বাংলাদেশের সংস্কৃতি এবং জনগণের জীবন ধারন সমন্ধে অন্যান্য দেশের সাথে ভাগ করতে পারি এই ব্লগ কার্যক্রমের মাধ্যমে। আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি অন্যদের সামনে।"