Saturday, May 31, 2008

পথের শিশু

লিখেছেন: রুমি আক্তার

একটা শিশু পথের মাঝে
দাড়িঁয়ে থাকে একা।

কেউ করে না খোঁজ যে তার,

কেউ বোঝে না তার ব্যথা।

সেই শিশুটির পথেই জন্ম

পথেই হলো বড়

জানে না শিশুটি

কপালে দুঃখ আছে কত।

মা বলে যার কচি মুখে

ফোটেনি প্রথম কথা

সেই শিশুটি না পেয়ে মাকে

পায় যে মনে অনেক ব্যথা

মায়ের আদর বঞ্চিত

এই হত ভাগ্য ছেলেটি

খায় যে প্রতিদিন হাজার মানুষের লাথি

বাবার স্নেহ ভালবাসাও ভাগ্যে কখনো মেলেনি তার

এমন কি আদর করে ছেলেটিকে কেউ

নেয়নি একটু কাছে

পথের মাঝে সেই ছেলেটি দাড়িঁয়ে থেকে একা

প্রশ্ন করে, কে বলবে তার বাবা মায়ের কথা

প্রশ্ন করেও নিরুত্তর সে

কেন এ বেঁচে থাকা?


স্বপ্নের মানুষ

লিখেছেন: আসমা আক্তার

ফাগুন এসেছে, প্রসূন ফোটেছে
গাইছে বিহগ গান।
ভ্রমর এসেছে, মধুর আশায়
কন্ঠে সুরের তান।
স্বপ্ন দেখেছি, কুড়ায়েছি ফুল
গেঁথেছি প্রেমের মালা।
ছিঁড়ে যদি যায়, মিছে হবে সব
বাড়বে মনের জ্বালা।
কার তরে মোর, মালা শোভাপায়
জানি নাকো ক্ষণতরে।
পড়াতে মালা, ভুল যদি হয়
যাব একেবারে যবে
কুড়াবনা ফুল, গাঁথবনা মালা
স্বপ্ন হয়েই থাক।
চাইনা আমার, স্বপ্নের মালা
মোর ভুলে ছিঁড়ে যাক।

তোমাকে নিয়ে

Title of this post: Only for you by Asma Akter

তোমাকে একটি বার দেখবো বলে
বসে ছিলাম আনমনে
তুমি এলে না দেখাও হল না
আকাঙ্খা রয়ে গেল এই মনে।
তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল এইমনে
স্বপ্নের ইচ্ছা স্বপ্নেই রয়ে গেল
পূর্ন হলনা কিছুই শয়নে।
এই চোখে চোখ রেখে
তুমি যে বলে ছিলে
যাবে না আমায় ছেড়ে।
সেই কথা আজ তুমি ভুলে গেলে
কিছুই কি নেই তোমার মনে?


ঝড়

Title of this post: A storm by Hazera Akter

ঝড় এলে সবাই বলে
ল্লা ল্লা করো,
ঝড় গেলে সবাই বলে
এবার বাঁচা গেল
তাই বলিয়া ভুল কর-না
ল্লাকে যেওনা ভুলে
আবার যখন আসবে ঝড়,
তোমায় নিবে তুলে