Saturday, February 28, 2009

যুদ্ধ জয়ের মন্ত্র

লিখেছেন: হাদিয়া আক্তার

কয়লাতে যদি না গলতো সোনা
আমার মায়ের নোলক হতোনা।

কঠিন উত্তাপে যদি না গলতো লোহা
সু-প্রাচির অট্টালিকা হতো না।

অতিত যদি নাইবা হতো
আধুনিকতার ছোঁয়া পেতাম না।

সোনার জন্য কয়লা যেমন
জ্ঞানের জন্য সাধনা তেমন।

লোহার জন্য কঠিন উত্তাপ
জয়ের জন্য অপর শ্রম।

অতিতের জীর্ণতার জন্য
ছিকল ছেড়ার সাহস হলো।

যুদ্ধ করার এই মন্ত্র
আমি প্রকৃতির কাছে শিখেছি।

আজ আমি জয় করতে জানি
তাইতো আমি বিশ্বকে চিনেছি।

নতুন পথের স্বপ্ন

লিখেছেন: হাদিয়া আক্তার
যাব আমি অনেক দূরে
ঐ লাল নীল আলোর পথে
প্রজাপতির ডানায় ভেসে।

জাগবো আমি কুড়ি হয়ে
ডাকবে আলো সকাল সাজে
সুভাস দেব সবার মাঝে।

লুকোচুড়ি খেলে কোকিল যে,
দোল খেলানো বসন্তেরই সাথে
পরবো আমি খোপার তারে।

পলাশ-গাঁদার সমারোহে
ডাকছে আমায় আলো হাতে
একটা মালার বাঁধনেতে।

দেখবো না আর পিছন ফিরে
কষ্ট আর গ্লানিকে মুছে ফেলে
জাগবো আমি ফাগুন হয়ে।

বসন্তের আগমনে

Title of this post: “When Falgum comes” by Farzana Akter Tuli

চলতে চলতে জীবনের প্রান্তে
কোন এক ফাগুনে,
দাঁড়িয়ে আছ তুমি
বসন্তের আগমনে।
জান কি, কে সে জন?
সে জন হল শ্রাবনের র্ঝণা ধারা,
যার প্রতিটি জলসোতে রয়েছে
অনুরাগের সাড়া।

সে হল এক ইন্দ্রধনু,
যার প্রতিটি অনুভব
সাত রং-এ রাঙানো রংধনু।
সে হল
আষাঢ়ের কালো মেঘ,
যার প্রতিটি পড়তে রয়েছে
অজানা সব আবেগ।
তুমি জান, জান কি?