Friday, July 18, 2008

জন্মেছিলাম

লিখেছেন: লাইলি জাহান মেঘলা


আমি যখন জন্মেছিলাম বে
কেহ আমায় দেখিতে পারিত নহে
আমি যখন বড় হয়েছিলাম ভবে
কেহ আমায় দেখিতে পারিত নহে

এতো কষ্ট করিয়া আমি বেঁচে আছি
বুকে শক্ত পাথরে মতো, অনেক কষ্ট
এত কষ্ট জীবনে?

জীবনে আসেনা কেন একটি সুখের দিন
পেক্ষায় রয়েছি আমি
আসবে কবে সে দিন

Wednesday, July 16, 2008

হারিয়ে যাওয়া

লিখেছেন: লাইলি জাহান মেঘলা

আমি যখন হারিয়ে যাব
তখন তোমরা আমার কথা

স্বরণ করিও

তোমাদের মাঝে হয়
তোবা
আর কখনো দেখা হবে না

আমি যখন হারিয়ে যাব

তখন তোমরা আকাশের

যে কোন তারার একটি তারা

আমাকে মনে করে
,
স্বরণ করি ও

আমি আছি, আমি থাকবো
তোমাদের মাঝে
তো বা এই জগতে নয়
তোমাদের মাঝে পরজগতে
দেখা হবে

বিজয়ের দিনের অপেক্ষায়

লিখেছেন: লাইলি জাহান মেঘলা


কবিতা যখন পড়ি আমি, তখন মনে হয় কল্পনা
তখন আবেগ চারদিকে, ছড়িয়ে পড়ে কল্পনায়
কবিতা যখন পড়ি আমি
তুমি করো উপহাস
গান গায় বলে, অবহেলা করো তুমি
যেন হয়ে যাবে রুনা লায়লা
অভিনয় করতে গেলে, মুখ বাঁকা করে বলো
যেন হয়ে যাবে শাবনুর
যাই হতে চায় আমি, দাও কেন বাঁধা
উপহাস করো না তুমি,আর্শীবাদ দাও তুমি
আমার একটা মিনতি
আমার একটা অনুরোধ
আমার বিজয়ের দিনে
দেবে তুমি হাত তালি

বর্ষা এলে

লিখেছেন: জয়নাব খানম

বৃষ্টি যন টিনের চালায়
ঝুপঝুপিয়ে পড়ে,
ছোট-খাট উঠাণ খানা
পানিতে যায় ভরে

বাচ্চা গুলো খাটের উপর
সারাটি দিন লাফায়
বৃষ্টি তখন তাল মিলায়,
করুণ সুরের মূর্ছণায়
অবিরাম ঝরে ধূলির ধরায়

বর্ষা এলে ফর্সা হয়
গাছের পাতারা,
কষ্ট আশ্রয়হীন
-
ফুটপাতিয়ারা
কাজ পায়না সারাটি দিন
মেহনতি মানুষ,
অলস হয়ে ঘরে বসে

কাটে তাদের উপোস

মশার বিজয়

লিখেছেন: জয়নাব খানম

মশা সব করে রব
সারা রাত ধরে,
মশারি ছাড়া হয়না শোয়া
দিন-দুপুরে

ড্রেনের পাশে যাদের বাস
তাদেরই হয় সর্বনাশ।
ঘরে ঢুকলে মনে হয়
এতো আমার ঘর নয়,
মশা করছে রাজত্ব
মশারই ঘর বোধহয়

পড়ার টেবিল,খাট,
সোফা,
বাথরুম কি পাকের ঘর
ভুলেনাতো প্রতিদিন সে
নিতে সবার খোঁজ-খবর

ডেঙ্গু,
ম্যালেরিয়া, টাইফয়েড
দেয় সে উপহার
কয়েল-
স্প্রে-সিটি মেয়র,
মশা নিধনে সবাই
মেনে নিল হার

তাই মোরাও মেনে নিলাম
মশাদের সব উৎপাত,
সন্ধি হল মশার সাথে
মোরা বাস করব

আজীবন একসাথ