লিখেছেন: জয়নাব খানম
মশা সব করে রব
সারা রাত ধরে,
মশারি ছাড়া হয়না শোয়া
দিন-দুপুরে।
ড্রেনের পাশে যাদের বাস
তাদেরই হয় সর্বনাশ।
ঘরে ঢুকলে মনে হয়
এতো আমার ঘর নয়,
মশা করছে রাজত্ব
মশারই ঘর বোধহয়।
পড়ার টেবিল,খাট, সোফা,
বাথরুম কি পাকের ঘর
ভুলেনাতো প্রতিদিন সে
নিতে সবার খোঁজ-খবর।
ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড
দেয় সে উপহার
কয়েল-স্প্রে-সিটি মেয়র,
মশা নিধনে সবাই
মেনে নিল হার।
তাই মোরাও মেনে নিলাম
মশাদের সব উৎপাত,
সন্ধি হল মশার সাথে
মোরা বাস করব
আজীবন একসাথ।
No comments:
Post a Comment