Monday, June 23, 2008

শৈশবের ভালোবাসা

লিখেছেন: লাইলী জাহান মেঘলা

আজ শৈশবের ভালোবাসার কথা মনে পড়ছে
দি
ন আসে দিন যায়
কত
স্মৃতি এসে জীবনের পাতায় জমা হয়
কোন ভাবে ভুলা যায় না

শৈশবের ভালোবাসার সেই দিনগুলো ছিল
দুষ্টুমির এক ধারে রঙ্গীন স্বপ্ন
দুর
ন্তপনার এবং মায়া মমতার
ভালোবাসার সেই দিনগুলো মনে প
ড়লে
এখনই যা ভাবলে মন পুলকে ভরে উঠে
ভালোবাসার কত রঙ্গীন ঘটনা
, কত উচ্ছাস
কত উ
ল্লাস মনের পর্দায় ভেসে উঠে
সব বাঁধা
বিপত্তি অতিক্রম করে,
সেই ভালোবাসার মানুষের কাছে যেতাম ছুটে
ভালোবাসার কারনে মায়ের বকুনি
, বাবার শাসন
বোনের শাসনকে মুখ বুঝে
য়ে
ছুঁটে যেতাম অবুঝ ভালোবাসার বন্ধুর আছে

যখন শৈশবের সোনার খাঁচায় দিনগুলি ছিল
সময় চলে যেত,
কাল বিকেল আর রাত্রি স্বপ্নেরমত দ্রুত
কি
ন্তু আজ আমি একটা বিশেষ বয়সে অবস্থান করছি
সেই দিনগুলোর কথা চিন্তা করলে
এখনো সুখ হয়ে ধরা দেয় মনের পর্দায়
সুরভি আর আনন্দে ভরা ছিল সেই দিনগুলো

আজ সেই ভালোবাসার অবসান হয়ে আছে
স্মৃতিময় মনিকোঠা

নিঃসঙ্গ একাকী মা

লিখেছেন: শাহিদা ইয়াসমিন মনি

বড় একা নিঃসঙ্গ একাকী মনে হচ্ছে নিজেকে
কেন যে এমন হয় বুঝে উঠতে পারিনা
জীবনটা বড় বিচিত্রময়

রঙ্গীন আবার রঙ্গবিহীন

কেন এমন লাগে
?
পৃথিবীর মানুষগুলো এত সুন্দর,
এত পবিত্র তারপরও কোথায়
যেন লুকিয়ে আছে অপবিত্রতা
, নোংরামি
নিজ স
ন্তানকে নিজের মা ধরে
রাখতে পারে না

ন্তান পারেনা মার বুকে মাথা রেখে
দু
-ফোঁটা জোখের জল ফেলতে
এ কেমন লীলা বিধাতার
কে জানে
?

এই ধৃষ্টতা এই দুদর্শা কবে কেমন করে
বন্ধ হবে বলতে পারো
?
কেন মা হয়েছি বলেই কি আমাদের এই ব্যর্থতা?
নেই সন্তানকে জোর করে ধরে
রাখবার
ক্ষমতা
ন! দেশে নাকি আন ও
মার বিপক্ষে কথা বলে
একটা বয়স হবার পর নাকি
মার কাছে থাকবার কোন
অধিকার নাই স
ন্তানের
কি দূর্বিষহ! কি হাস্যকর
এই পৃথিবীর কান্ডকলাপ

যে মা আ
নের কথা জানে না
যে মা বিদ্রোহী হতে পারে না
সে মাও তো তার স
ন্তানকে হারায়
তাহলে হারিয়ে যাক সব মায়ের স
ন্তানেরা
হাহাকারে ভরে উঠুক সব মায়ের বুক
কি লাভ লড়াই করে
কি লাভ তোমার ভাসিয়ে বুক
কান্নায় জর্জরিত করে

যে চলে যাবার সে এমনি চলে যাবে,
যে ফিরে আসার সে হয়তো আসবে ফিরে আবার
কি
ন্তু মায়ের আর্তনাদ বুক ফাঁটা কান্না শুধু একলা মা জাতির জন্য
এই নিঃসঙ্গ একাকী কান্না
শুধু মায়ের জন্য নীরবে নিথরে

এ আর কারো জন্য নয়

মমতাময়ী নারী

লিখেছেন: জান্নাতুল ফেরদৌস নার্গিস

নারী, তুমি মমতাময়ী
সৃষ্টির শ্রেষ্ঠ দান
ভুবনে আসিয়া তুমি সবার জীবন করিয়াছ যে মহান
নারী তোমার মমতা ছাড়া, এ পৃথিবী শূন্য
অঝোরধারায় স্নেহ দিয়ে, মোদের করেছ ধন্য।

তুমি হীনা যে জীবন হত
ধূ-ধূ বালু চর

কে রাখিত সাজায়ে ধরা
কে বাঁ
ধিত ঘর

নারীর ছোয়ায় সুখের প্রদিপ
দিপ্ত আলোয় জ্বলে

আবার এই ধরাতে
ধ্বংস নামে
নারীর চোখের জলে

নারী সবার জন্মদাত্রী
দূ
র্গার শত রূপ
নারী আয়নার প্রতিচ্ছবি
সুখ স্বর্গ স্বরূপ

নারীর সাথে নারীর স্পন্দন
বাঁ
ধা সবার প্রাণ
এই নারীদের বল ক
-জন
করে সম্মান

তাই এস আজ নারী দিবস
৮ই মার্চ পালন করি

নারীদের প্রতি সম্মান রেখে
সুন্দর সমাজ গড়ি