লিখেছেন: জান্নাতুল ফেরদৌস নার্গিস
নারী, তুমি মমতাময়ী
সৃষ্টির শ্রেষ্ঠ দান।
ভুবনে আসিয়া তুমি সবার জীবন করিয়াছ যে মহান ।
নারী তোমার মমতা ছাড়া, এ পৃথিবী শূন্য
অঝোরধারায় স্নেহ দিয়ে, মোদের করেছ ধন্য।
সৃষ্টির শ্রেষ্ঠ দান।
ভুবনে আসিয়া তুমি সবার জীবন করিয়াছ যে মহান ।
নারী তোমার মমতা ছাড়া, এ পৃথিবী শূন্য
অঝোরধারায় স্নেহ দিয়ে, মোদের করেছ ধন্য।
তুমি হীনা যে জীবন হত
ধূ-ধূ বালু চর।
কে রাখিত সাজায়ে ধরা
কে বাঁধিত ঘর।
দিপ্ত আলোয় জ্বলে।
আবার এই ধরাতে ধ্বংস নামে
নারীর চোখের জলে।
দূর্গার শত রূপ
নারী আয়নার প্রতিচ্ছবি
সুখ স্বর্গ স্বরূপ ।
বাঁধা সবার প্রাণ
এই নারীদের বল ক-জন
করে সম্মান।
৮ই মার্চ পালন করি।
নারীদের প্রতি সম্মান রেখে
সুন্দর সমাজ গড়ি ।
No comments:
Post a Comment