Monday, February 16, 2009

কল্পপুরী

Title of this post: Imaginary world by Hadia Akter

পদ্ম ফোটার দিন
কী আর আছে?
আজও কী আর
ঝিলের বুকে মাছরাঙ্গারা হাসে?
গহিন বনে এখন কী আর
মায়া হড়িণ ডাকে?
দাদুর মুখে শুনেছি কত;
আম কাঁঠালের গল্প।
পুকুর ভরা মাছ;
গোয়াল ভরা গাভী;
শীতের দিনের পীঠাপুলি;
এসব এখন কল্পুরী।
সাত সমুদ্র পারি দিতে—
সাজেনাতো সপ্ত ডিঙ্গা।
বাজে নাতো ঢেঁকির নুপুর
যায়না কৃষাণ লাঙ্গল নিয়া
সবুজ শ্যামল মাঠের বুকে
গাঁয়ের কোকিল ডাকে নারে
বসন্ত যে হাড়িয়ে গেছে
গ্রীণ হাউজের চাপে পরে,
আধুনিকতার মুকুট পরে,
ইন্টারনেট এর বিশ্ব গড়ে,
পল্লীগ্রাম দুর্বিসহ মনে করে।