Monday, June 23, 2008

শৈশবের ভালোবাসা

লিখেছেন: লাইলী জাহান মেঘলা

আজ শৈশবের ভালোবাসার কথা মনে পড়ছে
দি
ন আসে দিন যায়
কত
স্মৃতি এসে জীবনের পাতায় জমা হয়
কোন ভাবে ভুলা যায় না

শৈশবের ভালোবাসার সেই দিনগুলো ছিল
দুষ্টুমির এক ধারে রঙ্গীন স্বপ্ন
দুর
ন্তপনার এবং মায়া মমতার
ভালোবাসার সেই দিনগুলো মনে প
ড়লে
এখনই যা ভাবলে মন পুলকে ভরে উঠে
ভালোবাসার কত রঙ্গীন ঘটনা
, কত উচ্ছাস
কত উ
ল্লাস মনের পর্দায় ভেসে উঠে
সব বাঁধা
বিপত্তি অতিক্রম করে,
সেই ভালোবাসার মানুষের কাছে যেতাম ছুটে
ভালোবাসার কারনে মায়ের বকুনি
, বাবার শাসন
বোনের শাসনকে মুখ বুঝে
য়ে
ছুঁটে যেতাম অবুঝ ভালোবাসার বন্ধুর আছে

যখন শৈশবের সোনার খাঁচায় দিনগুলি ছিল
সময় চলে যেত,
কাল বিকেল আর রাত্রি স্বপ্নেরমত দ্রুত
কি
ন্তু আজ আমি একটা বিশেষ বয়সে অবস্থান করছি
সেই দিনগুলোর কথা চিন্তা করলে
এখনো সুখ হয়ে ধরা দেয় মনের পর্দায়
সুরভি আর আনন্দে ভরা ছিল সেই দিনগুলো

আজ সেই ভালোবাসার অবসান হয়ে আছে
স্মৃতিময় মনিকোঠা

No comments: