মাহফুজা পারুল
"আমার নাম মাহফুজা পারুল এবং আমার ডাক নাম তানিয়া। আমি ২৪ জুলাই ঢাকায় জন্ম গ্রহন করি। আমির ছোট বেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। এক ভাই এবং এক বোনকে নিয়ে আমাদের সংসার। আমার বাবা একজন চাকুরীজীবি এবং মা গৃহিনী। বর্তমানে আমি বি.এস.এস এ অধ্যায়নরত। আমি এস.এস.সি এবং এইচ.এস.সি পাস করেছি ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে। পড়াশুনা শেষ করে ভবিষ্যতে আমি একজন শিক্ষিকা হতে চাই। কারন আমি মনে করি এটা কুব সম্মানজনক একটা পেশা।
আমার পছন্দের স্থান কক্সবাজার ,বান্দরবন এবং সেন্টমার্টিন। আমার প্রিয় ইংরেজী সিনেমা ম্যাট্রিকস । আমার শখ বাগান করা বিশেষ করে ফুলের বাগান। কারন ফুল আমার খুব প্রিয়। অবসর সময়ে আমি গল্পের বই পড়ি, গান শুনি এবং মাঝেমধ্যে বন্ধুদের সাথে গল্প করি। পূর্ণিমা রাত আমার খুব পছন্দ। পূর্ণিমা রাতে পৃথিবীটাকে খুব স্বগীয় মনেহয়।
রোজি আলম রিংকি

"আমার নাম রোজি আলম রিংকি। আমি ৩১ মার্চ ফরিদপুরে জন্মগ্রহন করি। পাঁচ বোন ও এক ভাইকে নিয়ে আমাদের পরিবার। আমি একরামুন্নেসা ডিগ্রি কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পাশ করেছি। আমার ছোট ভাই এবার দ্বাদশ শ্রেনীতে পড়ছে। ছোট দুই বোন পড়ছে অষ্টম শ্রেনীতে এবং সবচেয়ে ছোট দুই বোন পড়ছে দ্বিতীয় শ্রেনীতে। আমার বাবা একজন ব্যবসায়ী আমার মা একজন গৃহিনী।
নারী জীবন নারীদের জন্য একটি আর্দশ প্রতিষ্ঠান। আমি আমার নিকটতম বান্ধবীর কাছ থেকে জানতে পেরে প্রথমে ইংলিশ-১ এ ভর্তি হই এবং পরবর্তীতে উর্ত্তীন হয়ে আমি ইংলিশ-২ ক্লাসে পড়ছি এবং পাশাপাশি কম্পিউটার কোর্স করছি। এখানে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি মনে করি নারী জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ হর নারী সাইবার ক্যাফে । আমি এবং অনান্য মেয়েরা নারী জীবনের নারী সাইবার ক্যাফে স্বাধীনভাবে কম্পিউটার অনুশীলন করতে পারছি।
আমার কাছে নারী জীবন ব্লগ সাইট আরেকটি গুরুত্বপূর্ন দিক। কারন ব্লগের মাধ্যমে আমি এবং নারী জীবনের চাত্রীরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সর্ম্পকে লেখা পাঠাতে পারছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশ সম্পর্কে জানতে পারছে। সুতরাং আমি এটাকে খুবই উপভোগ করছি ।"
No comments:
Post a Comment