Monday, November 5, 2007

স্মৃতি কথা

Title of this post: From Memory by Zannat Ara Amzad Liva

আজি মনে পরে শুধু তাহারে
মনে পরে সেই দিনগুলি
,
মনে পরে তাহার সাথে
হাতে হাত রেখে
,
চোখে চোখ রেখে
অস্ফুট সেই দিনগুলি
মনেপরে তাঁর হৃদয় নিংরানো
প্রগাঢ় ভালোবাসার কথা
মনে পরে খেয়া বনে দুজনের

হাত ধরে পথ চলা

No comments: