হে আমাদের আগমন কারি স্বাধীনতা
তোমার নয়টি মাসের স্মৃতি
আমাদের অন্তরে রয়েছে গাঁথা।
চিরদিন তোমাকে আমরা রাখব স্মরনে
আবার দেখা হল আজকের এই
১৬ই ডিসেম্বরে।
যেখানেই থাকি না কেন
আমরা তোমাকে ভুলব না
কারন আজকের এই দিনটি যেন
এক আনন্দপূর্ন স্বাধীনতা।
খোদা যদি থাকেন সহায়
কোনদিনই ভুলব না তোমায়
কারন তোমাকে পাওয়ার জন্য
বাংলার দামালছেলে
বুকের তাজা রক্ত ঢেলে দিল
বাংলা মায়ের কোলে।
আচঁলে তাহার আজও
রয়েছে রক্তেরই দাগ
যে স্মৃতি জীবন হতে
হয়নি তফাৎ।
সেই দিন তুমি স্বার্থক
হবে স্বাধীনতা
সত্য কথা বলিতে কারও রবেনা জড়তা।
Showing posts with label স্মৃতি. Show all posts
Showing posts with label স্মৃতি. Show all posts
Saturday, December 29, 2007
স্বাধীনতা
Title of this post: Liberty by Sufia Khatun
Monday, November 5, 2007
স্মৃতি কথা
Title of this post: From Memory by Zannat Ara Amzad Liva
আজি মনে পরে শুধু তাহারে
মনে পরে সেই দিনগুলি,
মনে পরে তাহার সাথে
হাতে হাত রেখে,
চোখে চোখ রেখে
অস্ফুট সেই দিনগুলি
মনেপরে তাঁর হৃদয় নিংরানো
প্রগাঢ় ভালোবাসার কথা
মনে পরে খেয়া বনে দুজনের
হাত ধরে পথ চলা ।
Subscribe to:
Posts (Atom)