আমি বড় একা, আমি বড় অসহায়
আমার পাশে কেউ এসে দাড়াঁও
জীবনের আর কয়েকটা দিন মাত্র আছে।
আমাকে একা থাকতে তোমরা দিও না।
আমার সময় ফুরিয়ে আসছে।
আমি চলে যাব, সেখানে কেউ থাকবে না।
কেউ আসবেনা, কেউ অভিমান করবে না।
করবেনা কেউ বিরক্ত, আমি চলে যাব সেখানে
জীবনের শেষ সময়, তোমরা আমাকে দুঃখ দিও না
তোমরা আমার পাশে এসে দাঁড়াও।
Monday, November 5, 2007
মূত্যুর পথে
Title of this post: On the way to death by Laily Jahan Meghla
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment