Title of this post: The Rain of Shrabon by Asia Afrin Anni
শ্রাবণ আসেনা একাকী
আকাশ করে মেঘলা,
আসে নিয়ে বৃষ্টি-বর্ষণ
করে মন কারো উতলা।
আকাশ করে মেঘলা,
আসে নিয়ে বৃষ্টি-বর্ষণ
করে মন কারো উতলা।
টিনের উপর বাঁজতে থাকে
বৃষ্টির টুপটাপ শব্দ,
বাতাসে ছাতা উড়তে চাইলে
করা যায় না তাকে জব্দ।
বৃষ্টির টুপটাপ শব্দ,
বাতাসে ছাতা উড়তে চাইলে
করা যায় না তাকে জব্দ।
শ্রাবণের হাওয়ায় ঘুরপাক খায়
রাস্তার সকল ধুলো,
বৃষ্টি আসলে হয়ে উঠে সতেজ
বর্ষার কোমল ফুলগুলো।
উঠায় হাঁটুপানি,
খেলে যখন মেঘ লুকোচুরি
সবাই করে কাণাকাণি।
এলোমেলো করে দেয় সব
শ্রাবণের ঝড়ো বৃষ্টি,
তখন মাথায় প্রশ্ন জাগে
একি অনাসৃষ্টি!
শ্রাবণের ঝড়ো বৃষ্টি,
তখন মাথায় প্রশ্ন জাগে
একি অনাসৃষ্টি!
2 comments:
very good
very good
Post a Comment