Monday, November 10, 2008

নীল

Title of this post: The blue colour By Firoza Begum Poly

তুমি কি সেই স্বপ্নের পুরু?
যাকে আমি লাল নীল রং

তুলি দিয়ে এঁকেছি

তোমার মনটা কেন

নীল আকাশের স্পর্শ করা

বিশাল পাহাড় নয়

এমনটি আমি চাইনি

ভালবাসায় এত দু:খ
,
এত কষ্ট কেন
?
তাহলে কি ভাববো কষ্টের আর এক

নাম ভালবাসা

তাহলে চিৎকার করে পৃথিবীকে বলছি

পৃথিবী
, তোমার সকল নীল,
তুমি আমায় দাও
, আমায় দাও

2 comments:

Aparna Ray said...

এই কবিতাটা দারুণ হয়েছে! তাই যাতে অন্যরও পড়তে পারে তাই ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করলাম। ফিরোজা, আরো লিখুন

Irfan Habib said...

নীল মানে ফেলে আসা গভীরে লুকানো একটা রং..........
খুব ভালো হয়েছে......।।