Saturday, January 3, 2009

পথের শিশু

Title of this post: Street Children by Naushin Tarannam


পথের শিশু
একটা শিশু পথের মাঝে
দাড়িয়ে থাকে একা
কেউ করেনা খোঁজ যে তার
কেউ বোঝেনা ব্যাথা।
এই শিশুটির পেথই জন্ম
পেথই হলো বড়।
জানেইনা যে অদৃষ্টে কি
দুঃখ আছে আরও !
মা বলে,ডাকেনি যে
ফোটেনি প্রথম কথা,
সেই শিশুটি না পেয়ে মাকে
পায় যে মনে ব্যাথা।
মায়ের আদর বঞ্চিত এই
হতভাগ্য ছেলেটি,
বাবার স্নেহ ভালোবাসাও
ভাগ্যে কখনও মেলেনি।
পথের মাঝে সেই ছেলেটি
দাড়িয়ে থেকে একা,
প্রশ্ন করেও নিরুত্তর সে
কেন এ বেঁচে থাকা?

2 comments:

Aparna Ray said...

Lovely poem! Here is an attempt to translate the thoughts into English...

------------------------------------

Alone stood the little child
In the middle of the road,
The searing pain in his young heart
Waiting to implode.

His life began on the roadside
And that is where he grows,
Wondering often of his fate--
What's in store? What woes?

Not old enough to form his words,
Too young to call out "mum"
His heart can only search in vain
And slowly become numb

Bereft of his mother's love
The child now seeks his dad
But his daddy too is missing
His plight is, oh so bad!

The orphan now stands on the road
Filled with pain, misgiving.
Then quietly he asks of fate --
"Tell me, why should I go on living?"

---------------------------------
Cheers
Aparna

Unknown said...

apnar lekha ta vaalo lagche.............apni jodi onomuti den tahole ata amar web site a add korte chai................
website ta holo. amarpathsala.simplesite,com