Sunday, August 5, 2007

ঘুম ভাঙ্গা চিন্তাগুলো

লিখেছেন: রাফি হক

একটা শব্দে হঠাৎ ঘুমটা ভেঙ্গে গেলগভীর রাতনিস্তব্ধ চারিদিকভিআইপি রোডকোন ভারী লড়ীর চাকা পাংচার বা হর্ণ হবে হয়তোঘুম সহজে আসবে নাপাশে খোলা জানালাএকটু হেঁটে এগিয়ে জানালার পাশে দাঁড়াতে লক্ষ হাজার তারার ঝিকিমিকি আকাশ চোখে পড়লোনীচে গাছগুলোও যেন গভীর ঘুমে অচেতন হয়ে আছেপুরোনো জানালায় নিরাপদে আশ্রয় নেয়া চড়ুই পাখি হঠাৎ সতর্ক হয়ে উঠলো

মাঝে মাঝে নিস্তব্ধ রাতটাকে কাঁপিয়ে নিশুতি গাড়ী চলছেকোন আবার আস্তে আস্তে যেন কারো ঘুম না ভাঙ্গেজীবনের হিসেবটা মিলিয়ে নেয়া যাককী পেলাম আর কী না পেলামসমাজের উপরের দিকে তাকালে মনে হয় কিছুই তো পেলাম না আবার নীচে তাকালে দেখি অনেকই তো পেয়েছিঅন্ধকার রহস্যময় গ্রহ-তারার আকাশের দিকে তাকিয়ে মনটা পার্থিব জীবনের উর্ধ্বে উঠে যায়অনেকে বলে জীবনটা অনেক বড়অনেকে বলে জীবনটা ক্ষণিকের! আমার মন শেষেরটা সায় দেয়এর জন্য এতকিছুর কি প্রয়োজন? মানুষ এই ক্ষণস্থয়ী জীবনটাকে বড় বেশী ভালবাসেজন্মের সঙ্গেই তো মানুষ মৃর্ত্যুর সনদ নিয়ে আসেমৃত্যু সৃষ্টি জগতের এক অনিবার্য অবস্যম্ভাবী ঘটনাজীবন কারো কাছে ভিন্ন রকম মনে হলেও মৃত্যুসবার কাছেই কষ্টেরজীবনের জন্যে এতকিছুর প্রয়োজন হয় মৃত্যুর জন্যে তো হয় না