Thursday, December 13, 2007

ব্লগার প্রোফাইল- (শিক্ষার্থী)

Title of this post: Bloggers profile (students)

আফরিনা আফরোজ এ্যানি

"আমার নাম
আফরিনা আফরোজ এ্যানি, আমি ১৯৯০ সালে ঢাকায় জন্মগ্রহণ করি । আমার বাবা একজন ব্যাবসায়ী এবং আমার মা একজন গৃহিনী। আমরা দুই ভাই এক বোন । আমার দুই ভাই আমার ছোট্‌ আমি মানবিক শাখা থেকে ২০০৫ সালে এস.এস.সি এবং ২০০৭ সালে এইচ.এস.সি পাস করেছি আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার গ্রামের বাড়ি। সেখানে আমরা অনেক কিছু দেখতে পাই যা আমরা শহর এলাকায় দেখতে পারি না। সেখানে কোন দূষিত বায়ু নেই, নেই কোন শব্দ দূষন, চারিদিকে সবুজের সমারোহ। আমার অবসর সময়ে সখ হচ্ছে টিভি দেখা, গান শুনা। আমি ভবিষৎতে নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমার বাবা ও মাকে আর্থিকভাবে সাহায্য করব। আমি নারী জীবনে ইংরেজী কোর্স করছি। এখন আমি ইংরেজী কোর্স শেষ করে কম্পিউটার শিখছি। নারী জীবনে আসার পর আমি অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি।"


সুরমা আক্তার


"আমার নাম সুরমা আক্তার। আমি ল
ক্ষীপুর জেলার রাম গতি থানার ভান্ডার গ্রামে ১৯৮৬ সালের ১লা জুলা জন্ম গ্রহণ করেছি। আমি নোয়াখালী বিভাগের বাসিন্দা আমি ছোট বেলা গ্রামে কাটিয়েছি । বর্তমানে ঢাকা বাস করছি। মা আর ছয় বোন ও এক ভাইকে নিয়ে আমাদের সংসার। আমার মা একজন গৃহিনী। আমি ২০০২ সালে আলেকজান্ডার পাইলট হাই স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ন হয়েছি এবং ২০০৫ সালে আলেকজান্ডার সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পরিক্ষায় উত্তীর্ন হয়েছি। বর্তমানে আমি বি.এ প্রথম বর্ষে পড়ছি । আমার সখ বই পড়া। আমি গল্পের বই পড়তে অনেক পছন্দ করি। বই অবসর মুহুর্তে আমাকে অনেক আনন্দ দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি । লেখাপড়া শেষে আমি একটা ভাল চাকুরী করতে চাইনারী জীবনে ইংলিশ-১ থেকে উত্তীর্ন হয়ে ইংলিশ-২ তে ভর্তি হয়েছি। নারী জীবন সংস্থা মেয়েদের জন্য একটা ভাল সংস্থা।"