Saturday, October 6, 2007

গাঁয়ের বধু

Title of this post: "A village wife" written by Bithi Rahman (Tailoring student)
Content of this post: In this poem, author illustrate beauties of a village wife.


ঘুমটা পরা নতুন বধু জল আনতে যায়,
কাজল কাল চোখে যেন পথের পানে চায়।
লাজুক লাজুক ঠোটদুটিতে হাসি রাশি রাশি,
স্বপ্নে দেখা রাজ প্রাসাদটা পেল বুঝি আজি।
মেঘল কাল চুলগুলোতে ফুলটি রাখি গুজি
এমনি মেঠোপথ দিয়ে যায় সোনার পা-টি রাখি।
সোনার কিছু নাইকো গায়ে তবু যেন ঝলকে ওঠে,
শাশুড়ি তার মায়ের সমান, তাই বুঝি সে বলে
সোনার বরণ গায়ে তোমার রোদ যেন না লাগে।
তবুও তাকে যেতেই হবে নাইতে পুকুর ঘাটে,
চলেছে সে যে আপন মনে কলস কাঁখে নিয়ে।
সকল শখের রান্না তাকে করতে হবে নিজেই।

No comments: