Tuesday, March 4, 2008

বাজার দর

Title of this post : Market Price by Sufiya Khatun

আজব শহর এই ঢাকা
কচুটাও ২০টাকা
এটা শুনেই হাউমাউ
৩০টাকায় একটি লাউ
সস্তা শুধু একটু নুন
কুড়ি টাকায় কালো বেগুন
মজা কিছু আছে ঢের
৩৫ টাকা সিমের সেড়
কি হল ভাই লাগছে তাক?
২০টাকায় পালং শাক
ভানু মতির দেখছো খেল?
১০০ টাকা সয়াবিন তেল
আর কত ভাই দেখবে খেলা?
দেড়শ টাকায় একটি চেলা
এসব শুনে রক্ত হিম
২০টাকায় চারটি ডিম
থাকতে দিন গায়ের ছাল
৩৫টাকা সেড়ের চাল
শুনবে কি আর বাজার দর
ছাড় এবার ঢাকার শহর

1 comment:

ASHOK LAHIRI অশোক লাহিড়ী said...

প্রিয় সম্পাদিকা,
ছড়াটি খুবই ভালো লাগলো।কবির রসবোধ প্রশংসনীয়।
বিষয়বস্তু আমাদের দেশেও প্রযোজ্য।