Friday, October 10, 2008

সুখ

Title of this post: Happiness by Pretty Ahmed

সুখ তোমাকে পাইনি বলে হয়ে গিয়েছি
আকাশের কালো মেঘ

সুখ তোমাকে পাইনি বলে রূপ
নিয়েছি সাগড়ের হাঙ্গরে
সুখ তোমাকে পাইনি বলে মিতালী
করেছি মানুষ খেকো গাছের সাথে

সুখ তোমাকে পাইনি বলে তাই ঝড়ে
গেছি শ্রাবনের ফোটা ফুল হয়ে
সুখ তোমাকে পাইনি বলে তাই
পড়ে আছি ডানা ভাঙা পাখির মত করে

সুখ তোমাকে পাইনি বলে তাই
বন্ধুত্ব করেছি চিতা বাঘের সাথে
সুখ তোমাকে পাইনি বলে তা
বয়ে যাচ্ছি বহতা নদীর মত করে

সুখ তোমাকে পাইনি বলে পুড়ে
যাচ্ছি লেলিহান অনলের মধ্যে পড়ে
সুখ শুধুই তোমাকে পাইনি বলে
নিশেঃষ হয়ে যাচ্ছি তিলেতিলে

No comments: