Title of this post: Love by Laily Jahan Meghla
জীবনটাকে গড়ি
ভালোবাসা হতে তৈরী যত মন
অনিন্দ্র সৃষ্টি
কখনো বা এই ভলোবাসা
আশার স্বপ্ন দেখায়
কখনো বা এই ভালোবাসায়
চিরদিন বেঁচে থাকে আজীবন
খোদার কাছে এই দোয়া করি।
কখনো বা এই ভালোবাসায়
পরে চোখের জলের বৃষ্টি
ভালোবাসা দিয়ে যুদ্ধ শুরু
ভালোবাসা আনে শান্তি।
এই ভালোবাসা দুর করে দেয়,
হাজারো ভুলভ্রান্তি।
No comments:
Post a Comment